অনেকদিন যাবত চলে আসলো এখন সুশিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষার মাধ্যমেই মানুষ আলোকিত মানুষের পরিণত হয় । মানুষ সভ্যতা বিনির্মাণের কারিগর।আজ আমাদের দেশের সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের অভাব নেই।কিন্তু সত্যিটা শিক্ষিত মানুষ কজন আছে ।ভালো মানুষদের বড়ই অভাব ।সুশিক্ষিত ভালো মানুষ তৈরি করা কাজটি ভগবান সরকার উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন যাবত করে আসছে।
লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যকর্মী কার্যকর্মের ক্ষেত্রে ভগবান সরকার উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শীর্ষস্থানটি ধরে রেখেছে অনেক দিন যাবত। ইদানিং খেলাধুলার ক্ষেত্রে এই ছাত্র-ছাত্রীরা বৃহত্তম কুমিল্লা গণ্ডি পেরিয়ে বৃহত্তম চট্টগ্রাম অঞ্চল সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ তার উপস্থিতিতে জানান দিচ্ছে। মাঝে মাঝে জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে ছাত্রছাত্রী অংশগ্রহণ বিশাল অর্জনের ইঙ্গিত বহন করছে বলে আমাদের বিশ্বাস।
বিদ্যালয় বার্ষিকী মূলত কচিকাঁচাদের সাহিত্য জগতে প্রবেশে প্রাথমিক প্রচেষ্টা ।তাই ইহা কোন সুখ পাঠ্য সাহিত্য পত্রিকার মর্যাদা দাবি করার অধিকার রাখে না। এ বার্ষিকীতে যে লেখাগুলোর স্থান লাভ করেছে তা সাহিত্যের মানদন্ডে গৌণ ।শুধু পার্থক্য এদের লেখা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে অনুপ্রাণিত করবেন এই আশা করছি।
আমাদের সুযোগ্য শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের বার্ষিকী “প্রয়াস “আত্মপ্রকাশ করতে যাচ্ছে ।এ কথায় আমরা দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি যে কচি হাতে লেখাগুলো হয়তো পাঠকদের মনে খোঁড়ার নিবৃত্ত করতে পারবে না কিন্তু এই নবীন লেখকরাই একদিন ফুলে ফলে সুশোভিত হয়ে উজ্জ্বল করে তুলবে বাংলা সাহিত্য আকাশ